৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে
উপজেলা সমবায় কার্যালয়,কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা এর কার্যক্রমের উপর প্রতিবেদনঃ
প্রতি বৎসরের ন্যায়‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ০২ নভেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখ রোজঃ শনিবার কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ, উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদ্যাপন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা মহোদয়ের সম্মতিক্রমে অনুষ্ঠান সূচি মোতাবেক সকাল ১০.৩০ ঘটিকায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব রুবাইয়া খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা এবং সমবায় পতাকা উত্তোলন করেন জনাব মোসাম্মৎ শাহানা আক্তার, উপজেলা সমবায় অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
বেলা ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে জনাব মোসাম্মৎ শাহানা আক্তার, উপজেলা সমবায় অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা এর সভাপতিত্বে সভার আলোচনা আরম্ব হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জনাব মোঃ আবুল বাশার, উপজেলা পরিষদ জামে মসজিদ, স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোসাম্মৎ শাহানা আক্তার, উপজেলা সমবায় অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। বিশিষ্ট সমবায়ীদের পক্ষে সমবায় কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ ইয়াছিন মিয়া, সম্পাদক,শ্রীমান্তপুর-২ কৃষক সমবায় সমিতি লিঃ, জনাবমোঃ ফজলুল হক, ম্যানেজার, তুলাতুলী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এবং অন্যান্য বক্তিবর্গগণ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রুবাইয়া খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মুহম্মদ আখতার হোসাইন, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা সমবায় ইউনিয়ন, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ হুমায়ুন কবীর মজুমদার, সভাপতি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
সভায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবায়ীগণ ও সাংবাদিকসহ স্থানীয় উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ওকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১২.৩০ মিনিটে সভাপতি জনাব মোসাম্মৎ শাহানা আক্তার, উপজেলা সমবায় অফিসার, কুমিল্লা সদর দক্ষিন, কুমিল্লা মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বাক্ষরিত
(মোসাম্মৎ শাহানা আক্তার)
উপজেলা সমবায় অফিসার
কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস